ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৯, ২৩ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৮:০৯, ২৪ নভেম্বর ২০১৭

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে শায়েস্তাগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের উলুকান্দি রেল গেইট নামকস্থানে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা বরযাত্রী ছিলেন।

নিহতরা হলেন, উপজেলার পুরাসুন্দা গ্রামের জিতু মিয়ার ছেলে মান্নান মিয়া, একই উপজেলার ভাটি শৈলজুরা গ্রামের জলিল মিয়ার ছেলে সোহেল মিয়া এবং পুরাসুন্দা গ্রামের নানু মিয়া তালুকদারের ছেলে ময়না মিয়া। ময়না মিয়া উপজেলার নূরপুর ইউনিয়নের ছাত্রলীগের নেতা।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জান যায়, মোটরসাইকেল আরোহীরা উপজেলার রাজাকপুর গ্রামে বিয়ে খেয়ে বাড়ি ফেরার পথে উলুকান্দি রেল গেইট নামকস্থানে পৌঁছলে বিপরীতমুখি একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত ময়না মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতপালে ভর্তি করে। পরিস্থিতির অবনতি ঘটলে সেখান থেকে তাকে সিলেটের ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দু’টি লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি