ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

দর্শনায় ট্রেন দুর্ঘটনা: চালকসহ তিনজন বরখাস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ২৫ নভেম্বর ২০১৭ | আপডেট: ২৩:৪৪, ২৫ নভেম্বর ২০১৭

দর্শনায় আজ শনিবার সকালে দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় দুই চালকসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এবং ঘটনাটি তদন্তের  জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিতে পাকশী রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওতক জামিলকে প্রধান কেরে চার সদস্যের কমিটি করা হয়েছে।

মালবাহী ট্রেন দুটিকে সরানো হয়েছে। রেলযোগাযোগ স্বাভাবিক করতে উদ্ধারকারী ট্রেন ঈশ্বরদী থেকে দর্শনায় পৌঁছেছে।

চুয়াডাঙ্গার রেলস্টেশন সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন ভুল সংকেতের কারণে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী আরেকটি ট্রেনের সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এতে দুটি ট্রেনের ইঞ্জিনই দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি