ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পিরোজপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৩, ২৯ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার রাজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার রাজপাড়া গ্রামের এমাদুল হক ফকিরের ছেলে আব্দুল্লাহ্ (৪) ও আলমগীর ফকিরের মেয়ে আয়েশা (৩)।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম জানান, শিশু আব্দুল্লাহ্ ও আয়েশা বাড়ির আঙ্গিনায় খেলছিল। এ সময় তারা পরিবারের লোকজনের অগোচরে পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌমিত্র সিংহ রায় শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি