ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কুষ্টিয়ায় ছুরিকাঘাতে সহকর্মীকে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ৩০ নভেম্বর ২০১৭ | আপডেট: ১২:৩২, ৩০ নভেম্বর ২০১৭

কুষ্টিয়ার ত্রিমোহনীতে সহকর্মীর ছুরিকাঘাতে রকি মণ্ডল (২৩) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাত ১০ টার দিকে শহরতলির ত্রিমোহনী এলাকার হিসাব পারটেক্স কোম্পানির গেটে এ ঘটনা ঘটে।

নিহত রকি মণ্ডল মিরপুর উপজেলার তালবাড়ীয়া গ্রামের আনিস মণ্ডলের ছেলে। তিনি ত্রিমোহনীর এইচএনএস প্রেশারকুকার কোম্পানির একজন কর্মচারী।

কুষ্টিয়া মডেল থানা সূত্রে জানা গেছে, রকি মণ্ডলের সঙ্গে একই কোম্পানিতে কর্মরত আসিক, নয়ন ও চন্দনের পূর্বশত্রুতা ছিল। গতকাল রাতে কাজ শেষ করে রকি ও চন্দন পৃথক বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ত্রিমোহনীর হিসাব পারটেক্স কোম্পানির গেট এলাকায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় রকির বুকে ছুরিকাঘাত করা হয়। রকিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে চন্দনকে আটক করা হয়েছে।

 

একে/এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি