ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

১১ দফা দাবিতে চট্টগ্রামে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২, ৩ ডিসেম্বর ২০১৭

পুলিশের হয়রানি বন্ধসহ ১১ দফা দাবিতে চট্টগ্রামে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। মেট্রোপলিটন গণপরিবহন বাস মালিক সংগ্রাম পরিষদ আজ রোববার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু করে। ফলে সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে গণপরিবহণ না পেয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

ছয়টি সংগঠনের এ ধর্মঘটের কারণে সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে গণপরিবহন না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে অফিসমুখী লোকজনকে।

নগরীর কর্ণফুলী শাহ আমানত ব্রিজ ও ইপিজেড এলাকায় পিকেটিং করার সময় চার পরিবহন শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।

গণপরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি বেলায়েত হোসেন বেলাল জানিয়েছেন, গণপরিবহনের সাতটি সংগঠনের মধ্যে ছয়টি এ আন্দোলনে অংশ নিয়েছে।

সংগ্রাম পরিষদের দাবির মধ্যে রয়েছে, থানায় মাসোয়ারার নামে গাড়ি আটকের প্রতিবাদে, গণপরিবহন শ্রমিকদের ওপর পুলিশের নির্যাতন বন্ধ করা, অবৈধ টমটম ও অযান্ত্রিক যানবাহন, ইঞ্জিনচালিত রিকশা করিমন-নছিমন বন্ধ করা, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা উন্নত করা, গণপরিবহন চালকের লাইসেন্সের শর্ত শিথিল করা, বিআরটিতে দালালের উৎপাত ও যানবাহন চালক-মালিকদের হয়রানি বন্ধ করা শহর এলাকায় গণপরিবহনের টার্মিনাল ও নির্ধারিত পার্কিং স্থাপন করা ইত্যাদি।

 

একে// এআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি