ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

পিরোজপুরে ফেরি ডুবি, ১৮ রুটে নৌ-চলাচলা বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩২, ৬ ডিসেম্বর ২০১৭

পিরোজপুরের কচা নদীর বেকুটিয়া ঘাটে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় একটি ফেরির তলা ফেটে ডুবে গেছে। এতে তলিয়ে গেছে একটি বাস ও দুটি মালবোঝাই ট্রাক। এছাড়া বরিশালসহ এ অঞ্চলের ১৮ রুটে ওই ঘাট থেকে সব প্রকার নৌযান চলাচলা বন্ধ হয়ে গেছে।   

গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনার পর থেকে খুলনা-পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে কুমিরমারা-বেকুটিয়ায় ওই ঘাট থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বেকুটিয়া ঘাটের সুপারভাইজার মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, এ দুর্ঘটনায় দুইজন আহত হলেও বাস তলিয়ে যাওয়ার আগেই যাত্রীরা নেমে যাওয়ায় বড় বিপদ এড়ানো গেছে।

তবে পারাপার বন্ধ থাকায় খুলনা-পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ওই দুই ঘাটে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মতিউর রহমান জানিয়েছেন, তাদের সঙ্গে পুলিশ, কোস্টগার্ড এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা দুর্ঘটনাকবলিত ফেরিটি উদ্ধারে কাজ করছেন।

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি