ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১২:৩৮, ৮ ডিসেম্বর ২০১৭

চট্টগ্রামের মিরসরাই ছোট কমলদাহ এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কমলদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আরেকজন আহত হন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, নিহত ব্যক্তির মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আনা হচ্ছে।

 

/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি