ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ২২ ডিসেম্বর ২০১৭

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে সিটি কলেজের সামনে কুষ্টিয়া-রাজবাড়ি সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, একটি ছুরি, দুটি পাইপগান, একটি রামদা, শুটারগানের একটি গুলি, একটি চাইনিজ কুড়াল, পাইপগানের দুটি গুলিসহ বেশ কিছু মোটা দড়ি উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ আলী, নাজমুল হাসান, কনস্টেবল নুরুল আলম ও জয়নাল হোসেন।

কুষ্টিয়া মডেল থানা সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে গাছের সঙ্গে দড়ি বেঁধে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে এমন খবর পেয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের একপর্যায়ে ডাকাত দল পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

 

একে/এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি