ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নেত্রকোনায় জলমহালের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭, ২৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১০:১৬, ২৩ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

নেত্রকোনায় জলমহালের দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুস ছালাম (২৮) নামে একজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ১০ জন। গতকাল শুক্রবার সন্ধ্যায় মোহনগঞ্জের সমাজ-সহিলদের ইউনিয়নের বাবনীর বিলে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিলের জলমহালের দখলকে কেন্দ্র করে স্থানীয় সোনা মিয়ার ছেলে রতন মিয়া ও পারভেজ মেম্বারের গ্রুপের মধ্যে আগে থেকেই উত্তেজনা চলছিলো। শুক্রবার সন্ধ্যায় দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে আব্দুস ছালাম (২৮) গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।

মোহনগঞ্জ থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় জয়পুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে জুয়েল মিয়া ও মৃত আমীর হোসেনের ছেলে আলমাসকে পুলিশ আটক করেছে।

 

একে/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি