ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে বন্দুকযুদ্ধে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮, ২৮ ডিসেম্বর ২০১৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শরীফ মিয়া (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ এসময় একটি বিদেশি পিস্তল, চাপাতি ও বড় ছোরা উদ্ধার করে।

বৃহস্পতিবার ভোরে কাঞ্চন ব্রিজের পশ্চিমপাড়ের ৩শ ফুট সড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের চৌরাস্তা এলাকায় বিভিন্ন মালবাহী পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ভোর সাড়ে ৪টার দিকে কাঞ্চন ব্রিজের পশ্চিমপাড়ের ৩শ’ ফুট সড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের চৌরাস্তা এলাকায় ৮ থেকে ১০ জনের একদল ডাকাত বিভিন্ন মালবাহী পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ভোলাব তদন্ত কেন্দ্রের পুলিশ যৌথ ভাবে ওই ডাকাতদের আটক করতে যায়। ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ গুলিবিনিময়ের পর শরীফ নামের এক ডাকাত নিহত হয়। এছাড়া আনিছ নামের আরো এক ডাকাতকে আটক করা হয়।

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি