ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কক্সবাজারে অস্ত্রসহ আটক ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৩, ২৯ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়ায় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার দোছড়ি জালালতলী বিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উখিয়ার দক্ষিণ ফলিয়ারপাড়ার মতিউর রহমানের ছেলে মো. শাহাজাহান (৩৫) ও ইসমাইল হোসেনের ছেলে কামাল হোসেন (১৯)। তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও দুর্বৃত্তায়নের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে র্যাব।

র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, দোছড়ি জালালতলী বিল এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্য সদস্যরা পালিয়ে যায়। কিন্তু দলের সদস্য শাহজাহান ও কামাল আটক হন। তাদের দেহ তল্লাশি করে ২টি ওয়ান শুটারগান, ৩টি এসবিবিএল, ১টি রামদা, ১টি কিরিচ, ৮ রাউন্ড ১২ বোর গুলি, ৯ রাউন্ড ১২ বোর গুলির খালি খোসা জব্দ করা হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি