ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে অস্ত্রসহ আটক ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৩, ২৯ ডিসেম্বর ২০১৭

কক্সবাজারের উখিয়ায় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার দোছড়ি জালালতলী বিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উখিয়ার দক্ষিণ ফলিয়ারপাড়ার মতিউর রহমানের ছেলে মো. শাহাজাহান (৩৫) ও ইসমাইল হোসেনের ছেলে কামাল হোসেন (১৯)। তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও দুর্বৃত্তায়নের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে র্যাব।

র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, দোছড়ি জালালতলী বিল এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্য সদস্যরা পালিয়ে যায়। কিন্তু দলের সদস্য শাহজাহান ও কামাল আটক হন। তাদের দেহ তল্লাশি করে ২টি ওয়ান শুটারগান, ৩টি এসবিবিএল, ১টি রামদা, ১টি কিরিচ, ৮ রাউন্ড ১২ বোর গুলি, ৯ রাউন্ড ১২ বোর গুলির খালি খোসা জব্দ করা হয়।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি