ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

হবিগঞ্জে গুলিতে সাবেক কাউন্সিলর নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ১ জানুয়ারি ২০১৮

হবিগঞ্জের চুনারুঘাটে গুলিতে সাবেক এক পৌর কাউন্সিলরের মৃত্যু হয়েছে। রোববার রাত ১২টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নে মাগুরুণ্ডা গ্রামে পুলিশের গুলিতে তার মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ।

পুলিশের ভাষ্য, নিহত ইউনুছ মিয়া (৪০) মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।

ইউনুছ চুনারুঘাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি দক্ষিণ হাতুণ্ডা গ্রামের গনি মিয়ার ছেলে।

চুনারুঘাট থানার ওসি আজমিরুজ্জামান গণমাধ্যমকে জানান, রাত ১২টার দিকে ইউনুছসহ চার-পাঁচজন ইয়াবা সেবন করছিলেন। সেখানে মাদক বিক্রেতাদের ধরতে গেলে তারা দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে।

পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে ইউনুছ আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ সময় এসআই আতাউর রহমান আহত হন।

/ একে / এআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি