ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচিতদের শপথ গ্রহণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৮, ২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:০০, ২ জানুয়ারি ২০১৮

ঐতিহ্যবাহী চট্টগ্রাম সমিতি ঢাকার ২০১৮-২০১৯ মেয়াদের নির্বাহী পরিষদের নতুন নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর চট্টগ্রাম ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান চট্টগ্রাম সমিতি-ঢাকার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও এফবিসিসিআই’র সাবেক সহ-সভাপতি আবু আলম চৌধুরী। সমিতির সদ্যবিদায়ী সভাপতি মো. আবদুল করিমের সভাপতিত্বে শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। শপথ অনুষ্ঠানে নির্বাহী পরিষদের নবনির্বাচিত ৩৫ জন সদস্য শপথ গ্রহণ করেন।

প্রসঙ্গত, চট্টগ্রাম সমিতি-ঢাকার দ্বি-বার্ষিক নির্বাচনে সর্বসম্মতিক্রমে সাবেক নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল মাবুদ যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি মো. আজিজুল হক চৌধুরী, হাসপাতাল কমিটির চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খান, সাবেক সভাপতি রেজাউল হক চৌধুরী মুশতাক, সাবেক সচিব ও সমিতির প্রধান নির্বাচন কমিশনার মো. দিদারুল আনোয়ারসহ সমিতির ট্রাস্টি বোর্ড, উপদেষ্টা পরিষদ, হাসপাতাল কমিটি ও নির্বাহী পরিষদের সদস্যরা। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি