ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারের মেরিন ড্রাইভে বাসের ধাক্কায় নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫০, ৮ জানুয়ারি ২০১৮

কক্সবাজার সৈকতের মেরিন ড্রাইভ সড়কে পর্যটকবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিন জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন সিএনজির অপর তিন যাত্রী। সোমবার বেলা পৌনে ১২টার দিকে রামুর খুনিয়াপালং প্যাচারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবদুল হালিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। আর দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিটি জব্দ করেছে হিমছড়ি পুলিশ।

নিহতরা হলেন, টেকনাফের বাহারছড়া শামলাপুর পুরানপাড়া এলাকার সৈয়দ হোসেনের ছেলে সিএনজি চালক নুরুল আবছার (২৬) ও মৃত হাজি সিকান্দারের ছেলে ছৈয়দুল ইসলাম (৫৫)। আহত তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবদুল হালিম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পর্যটক বোঝাই ইনানী অভিমুখী বাসটি মেরিনড্রাইভ সড়কের প্যাচারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় আসলে কক্সবাজার অভিমুখী সিএনজিটিকে সামনে থেকে ধাক্কা দেয়। বাস চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

 

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি