ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

আইজিপি পদক পেলেন জ্যেষ্ঠ্য এএসপি লিমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৬, ১০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২১:৩৭, ১০ জানুয়ারি ২০১৮

আইজিপি পদক পেলেন জ্যেষ্ঠ্য সহকারি পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা। আজ বুধবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এএসপি লিমা’কে আইজিপি ব্যাজ পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

প্রতি বছর প্রশংসনীয় এবং ভাল কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পুলিশ সদস্যদের মধ্যে “আইজিপি’স এক্সেমপ্লারি গুড সার্ভিসেস ব্যাজ” প্রদান করা হয়। ২০১৭ সালের জন্য এ বছর এ পদক দেয়া হয় ৩২৯ জন পুলিশ সদস্যকে।

গত ৮ জানুয়ারি থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহের আজ তৃতীয় দিনে পুলিশ সদস্যদের মাঝে আজ এ ব্যাজ বিতরণ করা হয়।

৩০ তম বিসিএস এর মাধ্যমে ২০১২ সালে পুলিশ বাহিনীতে ক্যারিয়ার শুরু করা ঝালকাঠির নলসিটি উপজেলার মেয়ে কাজী মাকসুদা লিমা বর্তমানে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান সার্কেল এএসপি হিসেবে কর্মরত আছেন। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য সিরাজদিখান উপজেলায় ব্যাপক প্রশংশিত হয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

এসএইচএস/টিকে

 

 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি