ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পিরোজপুরে যুবককে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১, ১১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় রাসেল খান (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার গরিপুর ইউনিয়নের পূর্ব মাটিভাঙা গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লিটন হাওলাদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত রাসেল ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার শেলজালিয়া ইউনিয়নের উত্তর বেলতলা গ্রামের মৃত বারেক খানের ছেলে।

কাঠালিয়া থানার ওসি শওকত আনোয়ার জানান, রাসেল খান পুলিশের তালিকাভুক্ত ডাকাত। তার বিরুদ্ধে কাঠালিয়া থানায় একটি ডাকাতিসহ আটটি মামলা রয়েছে।

ভান্ডারিয়া উপজেলার গরিপুর ইউনিয়নের পূর্ব মাটিভাঙা ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম জানান, রাতে উত্তর বেলতলা গ্রামের নতুন বাজার থেকে রাসেল খান বাড়ি ফেরার সময় একদল লোক তাকে কুপিয়ে হত্যা করে।

 

একে//এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি