ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

নাটোরে তিন পাখি শিকারীর বিভিন্ন মেয়াদে সাজা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৮, ১৩ জানুয়ারি ২০১৮

নাটোরে পাখি শিকারের দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  শুক্রবার বিকেলে নাটোর সদর উপজেলার আগদিঘা এলাকা থেকে তাদের আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এসময় তাদের কাছ থেকে একটি এয়ারগান ও ২৭টি মৃত পাখি জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার দস্তানাবাদ গ্রামের আরিফুল ইসলাম (৩৫), শরিফুল ইসলাম (৪০) এবং জাহিদ হাসান (১৮)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম জানায়, শুক্রবার বিকেলে আগদিঘা গ্রামে তিনজন পাখি শিকারী এয়ারগান দিয়ে পাখি শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এয়ারগান ও শিকার করা ২৭টি মৃত পাখিসহ তাদের আটক করা হয়।

পরে আদালতের বিচারক বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী, শরিফুল ইসলাম ও আরিফুল ইসলামকে ছয় মাস করে কারাদণ্ড এবং জাহিদ হাসানকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

একে//এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি