ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬, ১৭ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

 

নারায়ণগঞ্জে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার ভোরে বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের বালিগাও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, উপজেলার বালিগাও এলাকার রফিক মুন্সির বাড়িতে মঙ্গলবার গভীর রাতে ১৫ থেকে ১৬ জনের একটি ডাকাত দল ডাকাতি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়। তবে এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় ডাকাতদের হামলায় ওই বাড়ির ৪/৫ জন গুরতর আহত হয়েছেন।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি