ঢাকা, রবিবার   ২৬ জানুয়ারি ২০২৫

কক্সবাজারে ঘরের ভেতর ৪ জনের লাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৪, ১৭ জানুয়ারি ২০১৮

কক্সবাজারে শহরের একটি বাসা থেকে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শহরের বৌদ্ধ মন্দির সড়কের শিয়াইল্ল্যা পাহাড় এলাকার একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া গণমাধ্যমকে জানান, নিহতরা হলেন সুমন চৌধুরী (৩৩), তার স্ত্রী বেবী চৌধুরী (২৮) ও তাদের মেয়ে অর্পিতা চৌধুরী (৫) এবং জ্যোতিকা চৌধুরী (৩)। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি ওসি।

ওসি রণজিত কুমার বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যা ৭টার বৌদ্ধ মন্দির সড়কের শিয়াইল্ল্যা পাহাড় এলাকার একটি বাসার দরজা ভেঙে দুই শিশুসহ চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তারা হিন্দু সম্প্রদায়ের।

পুলিশ ধারণা করছে, স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করার পর স্বামী আত্মহত্যা করেছেন।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি