ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সীতাকুণ্ডে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:২৯, ২৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ০০:২৯, ২৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলায় পুলিশের সাথে গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ সাইফুল (২২)।

হাইওয়ে পুলিশের বারো আওলিয়া থানার পরিদর্শক আহসান হাবিব জানান, বুধবার রাত ১০টার দিকে উপজেলার ভাটিয়ারি তেলিপাড়ায় আসামি ধরতে গেলে পুলিশের সাথে এই সংঘর্ষ ঘটনা ঘটে।

এ ঘটনায় ৫ জন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর সাইফুলের মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ তা নিশ্চিত করেছেন।

পরিদর্শক হাবিব বলেন, সীতাকুণ্ড থানা পুলিশ গ্রেপ্তারি পরোয়ানার আসামি ধরতে গেলে তাদের বাধা দেয় একদল গ্রামবাসী। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।

 

এম/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি