ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অনৈতিক কাজে লিপ্ত ১০ তরুণ-তরুণীকে দণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৫, ২৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ফরিদপুর শহরের একটি আবাসিক হোটেলে নয়জন তরুণ-তরুণীকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ ধরণের অসামাজিক কাজের সহযোগী হিসেবে হোটেলের ব্যবস্থাপনা পরিচালককেও শাস্তি দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে শহরের গোয়ালচামট মহল্লার আল-বেগ নামের আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পারভেজ মল্লিক এ অভিযানে নেতৃত্ব দেন।

পারভেজ মল্লিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা দুপুর বেলায় ওই হোটেলে অভিযান চালাই। ১৮৬০ সালের ২৯৪ দণ্ডবিধির ‘ক’ ধারা অনুযায়ী তাদেরকে এই শাস্তি দেওয়া হয়।  

আদালত সূত্র থেকে জানা যায়, নয়জন তরুণ-তরুণীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হোটেলের বিভিন্ন কক্ষ ব্যবহার করে অসামাজিক কাজে লিপ্ত ছিল। এছাড়া হোটেলের ব্যবস্থাপক অধীর চন্দ্র দেব নাথকে সহযোগিতার দায়ে তিন মাসের দণ্ড দেওয়া হয়। 

এসি/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি