ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ২৬ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে নাটিয়া পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর থেকে যানজটের সৃষ্টি হয়।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণসহ পরিবহন সংশ্লিষ্টরা। বেলা বাড়ার সাথে সাথে যানজট আরো তীব্র আকার ধারণ করে। এক পর্যায়ে প্রায় ১৫ কিলোমিটার এলাকা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

টাঙ্গাইল রাবনা বাইপাসের ট্রাফিক ইনচার্জ এরশাদ হোসেন গণমাধ্যমকে জানান, আজ শুক্রবার ছুটি উপলক্ষে মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি দুটি গাড়ির দুর্ঘটনার কারণে এ যানজট তীব্র আকার ধারণ করে। এ যানজট নিরসনে জেলা ও হাইওয়ে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি