ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সীতাকুণ্ডে নিহতের ঘটনায় এসআইসহ গ্রেপ্তার ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৮, ২৬ জানুয়ারি ২০১৮

সীতাকুণ্ডে পুলিশ-আনসারের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় একজন নিহত হওয়ার জেরে দুই পুলিশ ও এক আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- এসআই নাজমুল হুদা, কনস্টেবল আবুল কাশেম ও আনসার সদস্য ইসমাইল হোসেন।    

গত বুধবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের তেলিপাড়া এলাকায় পুলিশের সঙ্গে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ঘে তিনজন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে মো. সাইফুল নামে এক যুবকের ওই রাতে হাসপাতালে মারা যান। 

এ ঘটনায় নিহত সাইফুলের ভাই দিদারুল আলম বাদী হয়ে বৃহস্পতিবার একটি হত্যা মামলা দায়ের করেন। ওই দিনই তিন পুলিশ-আনসার সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। 

তবে ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে দু’টি তদন্ত কমিটি করার কথা জানিয়ে পুলিশ সুপার মিনা বলেন, ‘তারা সাদা পোশাকে অভিযানে গিয়েছিল। যেহেতু তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। দোষীদের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখানোর জন্য উচ্চ পর্যায়ের নির্দেশ আছে। তদন্ত কমিটি যদি পুলিশ সদস্যদের দোষ পেয়ে থাকে, তাদের বিধি অনুযায়ী শাস্তির আওতায় আনা হবে।’ 

এসি/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি