ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ১ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নজরুল ইসলাম (৩৬) নামে এক ডাকাত নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের ফুলদী এলাকায় বৃহস্পতিবার ভোরে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার সিরাজ মিয়ার ছেলে।

সোনারগাঁও থানার ওসি আব্দুল জব্বার জানান, বৃহস্পতিবার ভোরে বারদী ফুলদী এলাকায় থানা পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় ১৫-২০ জনের একটি ডাকাত দলকে দেখে সন্দেহ হলে তাদের গতিরোধ করার চেষ্টা করে। তখন ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলিতে একপর্যায়ে নজরুল ইসলাম নামে এক ডাকাত নিহত হয়। এসময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলিসহ দেশীয় অন্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি