ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাবার মৃত্যুর শোক নিয়ে পরীক্ষা হলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৮, ৪ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বাবা মারা গেছেন শুক্রবার রাত তিনটায়। বাবার লাশ ঘরে রেখে শোক নিয়েই আজ শনিবার এসএসসি পরীক্ষা দিয়েছেন নাজমুন নাহার। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের মানবিক শাখার পরীক্ষার্থী।

বটতলী এস এম আউলিয়া উচ্চবিদ্যালয়ে ছিল তার পরীক্ষা কেন্দ্র। তবে কোনো রকমে দুই ঘণ্টা পরীক্ষা দিয়ে বেরিয়ে এসেছে তিনি।

জানা গেছে, উপজেলার উত্তর বন্দর গ্রামের বাসিন্দা মো. নাছির উদ্দিন গতকাল রাত তিনটায় মারা যান। পরীক্ষা দিয়ে আসার পর তার বাবার লাশ দাফন করা হয়। ‍

 

এমএইচ/টিকে

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি