ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ৪ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:০৫, ৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তার ওপর নির্যাতন চালানো হয়। নিহত শিশুটির বাবা ফতুল্লা থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত যুবক সাঈদকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার আমবাগান এলাকায় ঘরের ভেতর ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোনালিসার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী জানায়, ওই দিন মোনালিসার বাবা-মা নরসিংদীর মধবদীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বাড়িতে ছিল কেবল মোনালিসা ও তার ছোট ভাই শাহেদ। সাঈদ পানি খাওয়ার কথা বলে বাসায় ঢুুকে শাহেদকে কৌশলে বাইরে পাঠায়। মোনালিসাকে ধর্ষণের পর হত্যা করে লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে পালিয়ে যায়। পরে ছোট ভাইয়ের চিৎকারে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়।

নিহতের বাবা শাহীন বেপারী একজন ব্যবসায়ী। মেয়েকে হত্যার ঘটনা কোনভাবেই মেনে নিতে পারছেন না তিনি।
অভিযুক্ত সাঈদকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চেয়েছে মোনালিসার স্বজন ও স্থানীয়রা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি