ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে ৩৪ কোটি টাকার ইয়াবা জব্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৩, ২২ ফেব্রুয়ারি ২০১৮

কক্সবাজারের টেকনাফে খুরেরমুখ এলাকা থেকে ১১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয় বলে জানিয়েছে বিজিবি। জব্দ করা এসব ইয়াবার বাজার মূল্য প্রায় ৩৩ কোটি ৬০ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের নাজিরপাড়া বিওপির হাবিলদার মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল কাটাবনিয়ায় টহল দেওয়ার সময় খুরেরমুখ শশান ঘাট এলাকা দিয়ে ৫-৬ জনকে বস্তা মাথায় আসতে দেখে চ্যালেঞ্জ করে। এ সময় বস্তা ফেলে পালিয়ে যায় তারা। পরে বিজিবি সদস্যরা বস্তাগুলো উদ্ধার করে।

উদ্ধার হওয়া এসব ইয়াবা পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করার হবে বলে জানিয়েছেন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম।

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি