ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

পঞ্চগড়ে ব্যারিস্টার বাজার এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনই সবজি ব্যবসায়ী বলে জানা গেছে।

নিহতরা হলেন- জেলা সদরের ধাক্কামারা এলাকার আব্দুল কাদেরের ছেলে মাহাবুবার রহমান জনি (৪০) এবং নতুন বস্তি এলাকার খতিব উদ্দিনের ছেলে নুরুজ্জামান খান (৪৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, নুরুজ্জামান ও মাহাবুবার রহমান মোটরসাইকেলযোগে শহরে ফিরছিলেন। ব্যারিস্টার বাজার এলাকায় পাশের রাস্তা থেকে মহাসড়কে উঠার সময় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নুরুজ্জামানের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় মাহাবুবার রহমানকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি