ঐতিহ্য হারাচ্ছে নরসিংদীর তাঁত শিল্প
প্রকাশিত : ১৯:০১, ২৪ ফেব্রুয়ারি ২০১৮
ঐতিহ্য হারাচ্ছে নরসিংদীর হস্তচালিত তাঁত শিল্প। সর্বশেষ, তাঁতশুমারীর তথ্য অনুসারে, মোট তাঁতের অর্ধেকই বর্তমানে অচল। এমনকি, আধুনিক প্রযুক্তি নির্ভর পাওয়ারলুমের উপর যারা আস্থা রেখেছিলেন, তারাও কাঁচামালের উচ্চমূল্য; পুঁজি’র অভাব ও পণ্যের বাজার মূল্য না পেয়ে সংকটে পড়েছেন।
হস্তচালিত তাঁত শিল্পের ঐতিহ্যসমৃদ্ধ জেলা নরসিংদী। দীর্ঘদিন ধরেই তৈরি করছে শাড়ি, লুঙ্গি, গামছা। এমনকি, কাতান, জামদানীও তৈরী হয় এখানে।
সময়ের দাবীতে, গ্রামীণ শিল্পটিতে লাগে আধুনিক প্রযুক্তির ছোয়া। যুক্ত হয়, বিদ্যুৎ চালিত তাঁত বা পাওয়ার লুম। তাতে কতটুকু এগোলো পুরো শিল্প? পরিসংখ্যান কিন্তু বলছে, উল্টো পথে যাচ্ছে, এই ব্যবসা।
যারা, আশান্বিত হয়ে, আধুনিকায়ন করেছিলেন, তাদেরও মাথায় হাত। বিটিএমসি’র অনেকগুলো সুতারকল বন্ধ থাকায়, লাটে উঠেছে পুরো ব্যবসাপাতি। মিলছেনা, ন্যায্য বাজারদরও।
সরকারী সুদ-মুক্ত ঋণ পেতেও তাঁতবোর্ড ও ব্যাংক কর্মকর্তাদের হয়রানির মুখে পড়ার অভিযোগও বিস্তর। আর, ঘাম ঝড়িয়ে পাওয়া ঋণের অর্থমূল্য এতই কম যে, এতে চলে না কলের চাঁকা। হারিয়ে যেতে বসা তাঁত শিল্প রক্ষায়, নতুন নতুন প্রকল্প নেয়ার কথা বলছে তাঁতবোর্ড।
ভিডিও দেখতে ক্লিক করুন-
আরও পড়ুন