ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় নারী নেত্রীসহ তিনজন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩১, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:৩৫, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বাগেরহাট মহিলা পরিষদের সভাপতি, কমিউনিস্ট পার্টির সদস্য ও স্কুল শিক্ষিকা শিল্পী সমাদ্দার (৬৫) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। তার অকাল মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।   

শিল্পী সমাদ্দার ব্যক্তি জীবনে অবিবাহিত ছিলেন। বাগেরহাট জেলা আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, ওয়ার্কাস পার্টি, ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, যুবলীগ এবং বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পোনা এলাকায় বাস ও ইটবোঝাই ট্রাকের সংঘর্ষে বাগেরহাটের নারী নেত্রী বামনেতা শিল্পী সমাদ্দারসহ তিনজনের মৃত্যু হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটি অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে এই দূর্ঘটনার শিকার হন।

বাগেরহাট মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভীন আহমেদ বলেন, ১৯৫৩ সালে বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় শিল্পী সমাদ্দারের জন্ম। তিনি জিতেন্দ্রনাথ সমাদ্দারের সাত ছেলে মেয়ের মধ্যে সবার বড় ছিলেন। শিল্পী সমাদ্দার বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে উর্ত্তীর্ণ হয়ে সরকারি পিসি কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করেন। পরে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত হন।

শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি শিল্পী সমাদ্দার সামাজিক, সাংষ্কৃতিক ও রাজনৈতিক কর্মকান্ডেও যুক্ত হন। তিনি বর্তমানে বাগেরহাট মহিলা পরিষদের সভাপতি। এর আগে তিনি মহিলা পরিষদের সাধারণ সম্পাদকও ছিলেন। এছাড়া তিনি সিপিবি’র বাগেরহাট জেলা শাখার সদস্য।

সিপিবি’র বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল বলেন, দুই দিন আগে তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যান। মঙ্গলবার ঢাকা থেকে বাড়ি ফেরার পথে শিল্পী সমাদ্দার সড়ক দূর্ঘটনায় মারা যান। তার অকাল মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তারা চার ভাই তিন বোন ছিলেন। শিল্পী সমাদ্দার ছিলেন সবার বড়। তিনি আমাদের কাছে প্রিয় শিল্পী দি নামেই পরিচিত ছিলেন। সদালাপী শিল্পী দির শূন্যতা পুরণ হবার নয়। তার অকাল প্রয়াণে আমরা শোকাহত।

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি