ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো মৌলভীবাজারের দুই শিশুপার্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

মৌলভীবাজারে দু’টি শিশুপার্ক থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে তা শিশুদের জন্য কোনো কাজে আসছে না। জেলার চার লক্ষাধিক শিশুর জন্য ৬ বছর আগে জেলা প্রশাসক শিশুপার্ক ও পৌরপার্ক প্রতিষ্ঠা করলেও এখন পার্ক দু’টির অংশ বিশেষ ব্যবহৃত হচ্ছে যানবাহন পার্কিংয়ে।

তবে, পার্ক দু’টি দ্রুত সংস্কারের কথা জানিয়েছে জেলা প্রশাসন।


জঙ্গলের ভেতর দোলনা দুলছে মনে হলেও আসলে এটি শিশু পার্ক। প্রায় ৬ বছর আগে মৌলভীবাজারে পর্যটন কর্পোরেশনের পরিত্যক্ত রেষ্ট হাউজ ক্যাম্পাসে সাড়ে ৩ একর জমিতে উদ্বোধন করা হয় জেলা প্রশাসক শিশু পার্ক। কিন্তু, পরিচর্যার অভাবে পার্কটি ঝোপঝাড়ে পরিণত হয়েছে।
অন্যদিকে, মৌলভীবাজার পৌরসভার সামনে শিশুদের জন্য পৌরকর্তৃপক্ষ পার্ক স্থাপন করলেও পরে তা শাহ মোস্তফা রোডের বেড়িবাঁধে রুপান্তরিত হয়। পার্কটি বর্তমানে যানবাহনের অবৈধ পার্কিংয়ের স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে। জেলার শিশু বিষয়ক কর্মকর্তা বলছেন, পার্কের জায়গা দখলমুক্ত করতে জরুরি উদ্যোগ প্রয়োজন।
দ্রুত পার্ক দু’টি সংস্কারের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি