ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কক্সবাজারে আগুনে মামা-ভাগ্নের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০১, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

কক্সবাজার সদরে এক সৌদি প্রবাসীর বাড়িতে আগুন লাগার ঘটনায় মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়া ঘোনায় এ ঘটনা ঘটে ।

নিহতরা হলেন, সদরের ইসলামপুর ইউনিয়নের নাপিতখালীর মো. আব্দুল্লাহ (১৫) ও তার ভাগ্নে মো. শাহরিয়ার (৮)। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মিনহাজ মাহমুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোরে ভোমরিয়া ঘোনায় সৌদি আরব প্রবাসী রশিদ আলমের বাড়িতে আগুন লাগে। এ সময় আধাপাকা বাড়িটির অন্য সদস্যরা বের হয়ে আসতে সক্ষম হলেও ওই দুইজন পুড়ে মারা যান।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, মৃত আব্দুল্লাহ রশিদ আলমের স্ত্রীর মামাত ভাই এবং শাহরিয়ার রশিদ আলমের স্ত্রীর মামাত বোনের ছেলে। তারা মঙ্গলবার ওই বাড়িতে বেড়াতে এসেছিলেন।

তবে ঠিক কি কারণে আগুন লেগেছিল তা জানা সম্ভব হয়নি, ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণও জানাতে পারেনি পুলিশ।

 

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি