ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৪, ২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের উত্তর ষোলপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে খোরশেদ আলম (৩৮) নামে এক ডেকোরেটর দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালের এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

নিহত খোরশেদ আলম ওই এলাকার ফজল আলীর ছেলে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম বলেন, খোরশেদের সঙ্গে একই এলাকার সুলতান মিয়ার দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। এর জেরে বৃহস্পতিবার দুপুরে খোরশেদকে একা পেয়ে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় খোরশেদের চাচা নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, ভাতিজা সোহাগ ও সজীবকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খোরশেদকে মৃত ঘোষণা করেন।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি