ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

জমি নিয়ে বিরোধে প্রাণ গেল একজনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ৩ মার্চ ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে জমি নিয়ে সংঘর্ষে দুলাল মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৫ জন। শনিবার ভোর ৬টার দিকে সংঘর্ষ  হয়।

নিহত দুলাল মিয়া ওই গ্রামের মনসুর আলীর ছেলে বলে জানা গেছে। আহত পাঁচজনকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

নবীনগর থানা সূত্রে জানা গেছে, একটি কৃষি জমি নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার মুসলিম মিয়া ও বসু মিয়ার লোকজনের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর জের ধরে শনিবার সকালে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। এসময় মুসলিম মিয়ার পক্ষের দুলাল মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি