ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুষ্টিয়ায় আজ শেষ হচ্ছে দোল উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ৩ মার্চ ২০১৮

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়া বাড়িতে আলোচনা সভা ও সঙ্গীতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে তিন দিনের দোল উৎসব। সাঁইজির বারামখানায় এখন ভাঙ্গনের সুর। উৎসবে যোগ দিতে দেশের নানা প্রান্ত থেকে হাজারো বাউল কয়েকদিন আগেই জড়ো হয়েছিলেন ছেঁউড়িয়ায়।

দোল উৎসবে ভাব আরাধ্যের তীর্থভূমি ছেঁউড়িয়ার আখড়া বাড়িতে এসে বাউল সাধুরা সাঁইজিকে স্মরণ করছেন গানে গানে।

দেশের নানা প্রান্ত থেকে বাউলরা আসতে শুরু করেন উৎসব শুরুর আগেই। দেশের বাইরে থেকেও এসেছেন অনেকে। তবে, এবার আইন শৃঙ্খলারক্ষা বাহিনীর কড়াকড়িতে বিড়ম্বনায় পড়তে হয় বাউল-ভক্তদের বলে অনেকের দাবি।

উৎসব সাঙ্গ হলেও বাউলদের অনেকেই আর কয়েক দিন কাটিয়ে যেতে চান সাঁইজির বারামখানায়।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি