ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

৭ মার্চ উপলক্ষে নড়াইলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০১, ৭ মার্চ ২০১৮

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন ও ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা শিশু একাডেমির আয়োজনে চিত্রাঙ্কন এবং ভাষণ প্রতিযোগিতায় শতাধিক শিশু অংশগ্রহণ করে। পরে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা ওয়ালিউর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ইউসুফ আলীসহ বিভিন্ন পেশার মানুষ।

এসএইচ/



Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি