ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নারী দিবস উদযাপন অনুষ্ঠানে সংঘর্ষ: ৫ জন আহত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৪, ৮ মার্চ ২০১৮

খাগড়াছড়িতে নারী দিবস উদযাপন সমাবেশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পুলিশসহ ৫ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে ৩ জনকে।

খাগড়াছড়ির গুইমারায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ সমর্থিত হিল ইউমেন্স ফেডারেশন বিক্ষোভ মিছিল ও নারী নির্যাতন প্রতিরোধ সমাবেশ করে। এ সময় রাস্তা আটকে সমাবেশ করার অভিযোগ এনে পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাধে। ইউপিডিএফের দাবি শান্তিপূর্ণ সমাবেশ করছিলো তারা।

এদিকে সারাদেশের মতো পার্বত্য চট্টগ্রামেও নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষ্যে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানে। নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে সমাবেশ করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। শিশু একাডেমিতে আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদফতর।

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি