ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কক্সবাজারে কোটি টাকার ইয়াবাসহ ২ নারী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ৯ মার্চ ২০১৮

কক্সবাজারের গোলদিঘীরপাড় এলাকা থেকে ২৯ হাজার ৩০০ পিস ইয়বাসহ দুই নারীকে আটক করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ১ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকা।

আটককৃতরা হলেন- টেকনাফ উপজেলার শিকদারপাড়ার গুচ্ছগ্রাম এলাকার নির্মল ধরের স্ত্রী বিদ্যাধর (৫০) ও একই এলাকার দুলাল ধরের স্ত্রী কাজল ধর (৩০)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মো. রুহুল আমিন জানান, নারী মাদক ব্যবসায়ীরা বিশাল চালানের ইয়াবা লেনদেনের উদ্দেশে কক্সবাজার শহরের গোলদীঘির পাড় এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ২৯ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ১ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে ইয়াবাসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ইনচার্জ।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি