সিলেটে ভবন ঘিরে র্যাবের অভিযান
শাবিপ্রবির শিক্ষার্থী সহ আটক ৪
প্রকাশিত : ০৮:৪৬, ২৬ মার্চ ২০১৮
সিলেট নগরের সুবিদবাজারে একটি বহুতল ভবনে অভিযান চালিয়েছে র্যাব। ওই অভিযানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ চারজনকে আটক করেছে তারা। এ সময় দুটি শর্টগান, দুটি লম্বা দা, স্নাইপার ও গুলিসহ বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার রাত ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সুবিদবাজার এলাকার এক্সেল টাওয়ার ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৯।
অভিযানে অংশ নেয়া কর্মকর্তারা জানান, সোমবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দিনগত রাত ৮টার দিকে নগরের সুবিদবাজারের এক্সেল টাওয়ার ঘিরে ফেলে র্যাবের একটি দল। চারটি গাড়িতে করে প্রায় ২৪ জন র্যাব সদস্য ভবনটি ঘিরে রাখেন। এ সময় র্যাবের কিছু সদস্যকে ভবনটির ভেতরে ঢুকতে দেখা যায়। তারা বেশ কয়েক দফা ভেতরে যাওয়া-আসা করেন।
অভিযানের খবর পেয়ে সংবাদকর্মীরাও টাওয়ারের সামনে জড়ো হন। পরে রাত সাড়ে ১২টার দিকে র্যাব সদস্যরা চারজনকে আটক করে নিয়ে যান। এ সময় ভবন থেকে অস্ত্র ও গোলাবারুদ্ধ উদ্ধার করে নিয়ে আসতে দেখা গেছে।
এসএ/
আরও পড়ুন