ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধিত করলো চট্টগ্রাম সমিতি-ঢাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৫, ৩১ মার্চ ২০১৮

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধিত করলো চট্টগ্রাম সমিতি-ঢাকা। শুক্রবার তাদের সংবর্ধিত করে। এ অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক মহাপুলিশ পরিদর্শক, সরকারের সাবেক সচিব ও চট্টগ্রাম সমিতি-ঢাকার সাবেক সভাপতি এ.এম.এম. নসরুল্লাহ খান বলেছেন, জ্ঞানার্জনে সাধনা ও উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে। দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে বাস্তবায়ন করতে সংবর্ধিতদের কঠোর লেখাপড়ায় মনোনিবেশ করে সাফল্য অজর্নের লক্ষে সামনে এগিয়ে যেতে হবে। তোমরাই একদিন দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। পাঠ্য বইয়ের পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তবেই দেশ ও জাতি এমনকি তোমাদের বাবা/মা যারা পরিশ্রম করে তোমাদের বড় করছে তারাও তোমাদের কাছ থেকে আরও ভালো কিছু পাবে।

শুক্রবার বিকেল রাজধানীর ৩২ তোপখানা রোডস্থ চট্টগ্রাম ভবনে চট্টগ্রাম সমিতি-ঢাকা কর্তৃক আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি পিএসসি, জেএসসি ও জেডিসি পরীক্ষায় যারা জিপিএ-৫ পেয়েছে তাদেরকে সংবর্ধনা প্রদান করার জন্য সমিতিকে ধন্যবাদ জানান।

চট্টগ্রাম সমিতি-ঢাকা’র সভাপতি ও সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারকের সভাপতিত্বে এবং শিক্ষা ও পাঠাগার সম্পাদক সালাহ্উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি, শিক্ষা ও পাঠাগার উপপরিষদের আহ্বায়ক ও ওয়েল গ্রুপের সিইও সৈয়দ নুরুল ইসলাম এবং চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল মাবুদ।

আহ্বায়ক সৈয়দ নুরুল ইসলাম তার স্বাগত ভাষণে নিজের শিক্ষা জীবনের বাস্তব অভিজ্ঞতার বর্ণনা দেন ও তার সফল ব্যবসায়ী হয়ে ওঠার পিছনের ইতিহাস তুলে ধরে উপস্থিত শিক্ষার্থীদেরকে তা থেকে অনুপ্রেরণা গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে জিপিএ-৫ প্রাপ্ত সংবর্ধিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, আজকের অনুষ্ঠানের মধ্যমণি তারা ও তাদের ছাড়া অনুষ্ঠান সার্থক ও সফল হতো না। তিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও অ্যাপলের আবিষ্কর্তা স্টিভ জবসের উদাহরণ টেনে অভিভাবকদের উদ্দেশে বলেন, এই দুই মহান ব্যক্তি ১৮ বছরের আগে তাদের ছেলে-মেয়েদের হাতে মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি আধুনিক ডিভাইস (যন্ত্র) তুলে দেননি।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদেরকে তাদের ছেলে-মেয়েদের হাতে ১৮ বছরের আগে মোবাইল ফোন, ট্যাব, কম্পিউটার অন্যান্য ডিভাইস তুলে না দেওয়ার অনুরোধ করেন। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শিক্ষা ও পাঠাগার সম্পাদক সালাহ্উদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে ২০১৭ সালে পিএসসি, জেএসসি ও জেডিসি পরীক্ষায় সমিতির সদস্যদের ৫৯ জন জিপিএ-৫ প্রাপ্ত সন্তানকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রাপ্ত ৫৯ জন কৃতী ছাত্র-ছাত্রীদের প্রত্যেককে ক্রেস্ট ও এক হাজার টাকার প্রাইজবন্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক, ট্রাস্টি কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল করিম, উপদেষ্টা পরিষদের সদস্য সচিব ও জেলা জজ মো. সফিউল আজম চৌধুরী, হাসপাতাল কমিটির সদস্য সচিব মো. মহিউল ইসলাম মহিম, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, নির্বাহী কমিটির সহ-সভাপতি জয়নুল আবেদিন জামাল, মো. গিয়াস উদ্দীন খান, যুগ্ম সাধারণ সম্পাদক, এম. সাইফুদ্দিন আহমদ (বাবুল), সাংগঠনিক সম্পাদক মো. ফরিদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. ওয়াহিদ উল্লাহ, শিক্ষা ও পাঠাগার সম্পাদক মাহমুদ সালাহউদ্দীন চৌধুরী, ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন আহমদ চৌধুরী, দফতর সম্পাদক মোহাম্মদ নাছের (নাছির), স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মো. মামুনুর রশীদ রাসেল, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মোহাম্মদ শাহজাহান (মন্টু), মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিচ উল মাওয়া (আরজু) নির্বাহী সদস্য মো. শাহাদাত হোসেন চৌধুরী (হিরো), মো. কামাল হোসেন তালুকদার, মোস্তফা ইকবাল চৌধুরী (মুকুল), ইঞ্জিনিয়ার জাহিদ আবছার চৌধুরী, মো. গিয়াস উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি