ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

দুষ্টু শিশু কবিরাজের কাছ থেকে ফিরলো লাশ হয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৫, ৩ এপ্রিল ২০১৮

 কুমিল্লার বুড়িচং উপজেলায় ভণ্ড কবিরাজের আস্তানায়, চিকিৎসার নামে ৩ বছরের শিশুকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করলে কবিরাজের খাদেমসহ ২ জনকে আটক করে পুলিশ। তবে পলাতক রয়েছে ভণ্ড কবিরাজ মাহবুবুর রহমান। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

উপজেলার সিন্দুরিয়া পাড়ার প্রবাসী জামাল হোসেনের একমাত্র শিশু সন্তান শেখ ফরিদ। ছোট্টমনির দুষ্টুমি কমানোর ইচ্ছায় মা রোজিনা বেগম গত শুক্রবার তাকে নিয়ে যান বারপাড়া গ্রামের কবিরাজ মাহবুবুর রহমানের কাছে।

কবিরাজ শর্ত দেয় ৩ দিনের জন্য শিশুটিকে আস্তানায় রেখে যেতে হবে। এতে ফরিদের মা সম্মত হয়ে তাকে কবিরাজের কাছে রেখে আসেন। ওইদিন রাতেই মোবাইল ফোনে খোঁজ নিলে করিবাজ জানায়, ফরিদ এখন শান্ত।

পরদিন এ্যাম্বুলেন্সে করে বাড়ি পাঠানো হয়, ফরিদের লাশ। স্বজনরা পুলিশে খবর দিলে এ্যাম্বুলেন্সের চালক ও কবিরাজের সহযোগীকে আটক করা হয়।

ফরিদের এমন মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছেন না তার মা ও স্বজনরা। তাই এ ঘটনায় শিশুটির মা রোজিনা আক্তার হত্যা মামলা দায়ের করেছেন।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি