ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে কয়েলের আগুনে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২১, ৫ এপ্রিল ২০১৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় মশার কয়েলের আগুনে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোরে পূর্ব সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সাহাদাত হোসেন সাবু (২৮), স্ত্রী রূপালী (২২) ও ছেলে রিফাত (০২)। সাহাদাত হোসেন শুপারি ব্যবসায়ী। তারা ফতুল্লার পূর্ব সস্তাপুর এলাকার রাজন পাটোয়ারী বাড়ির ভাড়াটিয়া। তাদের বাড়ি লালমনিরহাট তালীগঞ্জ থানার রুদ্রেশ্বর গ্রামে।

সাহাদাত হোসেন সাবুর ভাগিনা আরিফুল ইসলাম বাবু জানান, ভোরে মশার কয়েল থেকে চাচার ঘরে আগুন লাগে। এ সময় শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হন। অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি