ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৬, ৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ০৯:৩৭, ৫ এপ্রিল ২০১৮

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া এলাকায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সন্ত্রাসী লাল বাহিনীর সদস্য ছিলেন বলে দাবি করছে র‌্যাব। এ সময় দুই র‍্যাব সদস্য আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে র‍্যাবের পক্ষ থেকে।

কুমারখালী থানার ওসি আব্দুল খালেক এ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনও পর্যন্ত ‘বন্দুকযুদ্ধে’ নিহত লাল বাহিনীর ওই সদস্যের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি।

 

একে//এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি