ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বর্ষার আগে সড়ক সংস্কার নিয়ে দুশ্চিন্তা চট্টগ্রামে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৫, ৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বর্ষার আগে সড়ক সংস্কার নিয়ে দুশ্চিন্তায় চট্টগ্রামের আগ্রাবাদ-হালিশহর এলাকার বাসিন্দরা। স্থানীয়দের অভিযোগ, কাজের ধীর গতির কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা।

এদিকে বর্ষায় জনগণের ভোগান্তি কমাতে দ্রুত কাজ শেষ করতে সিটি কর্পোরেশন সার্বক্ষণিক তদারকি করছে বলে জানিয়েছেন চট্টগ্রামের মেয়র।

জানা গেছে, সামান্য বৃষ্টিতেই কয়েক ফুট পানিতে তলিয়ে যায় চট্টগ্রামের ব্যস্ততম এলাকা আগ্রাবাদের এই এক্সেস সড়কটি। শুষ্ক মৌসুমে অবস্থা আরো ভয়াবহ। পুরো সড়কেই খানা খন্দ আর গর্ত। ঝুঁকি নিয়ে চলে যানবাহন।

জাইকার অর্থায়নে সিটি গভর্নেন্সের আওতায় প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কার করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কিন্তু কাজের ধীর গতিতে ক্ষুব্ধ এলাকাবাসী। দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছে স্থানীয়রা।

আগামী বছরের মে মাসের মধ্যে সড়কটি সংস্কারের কাজ শেষ হবে বলে জানালেন সিটি মেয়র। জনগণের ভোগান্তি কমাতে সড়কের দু’ পাশের নালা নির্মাণ করা হয়েছে বলেও জানান তিনি। নগরবাসীর সুবিধার্থে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও জানান মেয়র।

ভিডিও:


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি