ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম নগরীতে ক্র্যাশ প্রোগ্রাম [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৩, ১০ এপ্রিল ২০১৮

নগরবাসীকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করতে মাসব্যাপী ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। মঙ্গলবার সকালে এ প্রোগ্রাম উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন। একসঙ্গে ৫০০ শ্রমিক নগরীর নালা নর্দমা পরিষ্কার করার কাজ করবে বলে জানিয়েছেন তিনি।

 এদিকে জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন ক্ষমতায়ন এবং ড্রেনেজ মাস্টার প্ল্যান অনুসরণ করার পরামর্শ দিয়েছেন নগর বিশেষজ্ঞরা।

বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস।

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বন্দর নগরী চট্টগ্রামের অধিকাংশ এলাকা। সৃষ্টি হয় জলাবদ্ধতা। নগরীর পানি নিষ্কাশনের পথ সুগম করতে চট্টগ্রাম সিটি করপোরেশন শুরু করেছে নগরীর বিভিন্নস্থানে নালা নর্দমা সংস্কারের কাজ।

চট্টগ্রামের উন্নয়নে সিডিএ’র নেওয়া মহাপরিকল্পনা অনুযায়ী ড্রেনেজ ব্যবস্থা গড়ে না উঠার কারণে চট্টগ্রামে জলাবদ্ধতা দিনে দিনে বাড়ছে বলে মনে করেন নাগরিক আন্দোলনের এ নেতা।

আর্থিক সক্ষমতা এবং সরকারের সহযোগিতা পেলে সিটি করপোরেশনেই জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি চট্টগ্রামকে নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে পারে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা।

এদিকে বর্ষায় নগরবাসীর দুর্ভোগ কমাতে মঙ্গলবার থেকে নালা-নর্দমা পরিষ্কার করতে ক্র্যাশ প্রোগ্রাম শুরুর কথা জানিয়েছেন চট্টগ্রামের মেয়র। মাসব্যাপী এই কর্মসূচিতে প্রতিদিন অংশ নেবে ৫০০ শ্রমিক।

 

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি