ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নেত্রকোণায় বোরো ধান কাটার উৎসব [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪০, ১০ এপ্রিল ২০১৮

নেত্রকোণার হাওর অঞ্চলে শুরু হয়েছে বোরো ধান কাটা উৎসব। এ’নিয়ে কৃষকদের মাঝে আছে উৎসব আমেজ, একইসঙ্গে আছে প্রাকৃতিক দুর্যোগ এড়িয়ে ফসল ঘরে তোলা নিয়ে কিছুটা শংকাও।

নিরাপদে ফসল তুলতে মসজিদ-মন্দিরে চলছে দোয়া ও প্রার্থনা। আবহাওযা  অনুকুলে থাকলে এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে মনে করছে কৃষি বিভাগ।

প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন মিজানুর রহমান।

কোন ধর্মসভা নয়, প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপদে ফসল ঘরে তুলতে ধর্ম-বর্ণ নির্বিশেষে হাওড় অঞ্চলের বিভিন্ন উপাসনালয়ে চলছে প্রার্থনা। এটাই এ এলাকার প্রথা। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই বাঁধ ভেঙ্গে তলিয়ে যায় হাওড় অঞ্চলের কৃষকের স্বপ্ন। দুর্ভোগ এড়াতে সৃষ্টিকর্তার শরণাপন্ন কৃষকরা।

শষ্য ভাণ্ডার খ্যাত নেত্রকোনা জেলায় ১ লাখ ৮৪ হাজার-৫ শ ৩০ হেক্টর জমিতে আবাদ হয়েছে বোরো ধান। হাওরে বর্ষার পানি ঢোকার আগেই পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষকরা।

আবহাওযা অনুকুলে থাকলে এবারে ফসল উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানান আশা করছে কৃষি বিভাগ।

নিরাপদে ফসল ঘরে তুলতে প্রার্থনার পাশাপাশি সকলের সহযোগিতা চেয়েছেন হাওরবাসী।

ভিডিও: 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি