ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ১১ এপ্রিল ২০১৮

মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি সন্দেহভাজন ডাকাত বলে দাবি করছে পুলিশ। এ সময় ডাকাতের গুলিতে পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছে বলেও দাবি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ৪টি বোমা, দুটি ধারালো অস্ত্র ও একটি এলজি শাটারগান উদ্ধার করা হয়।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হেমায়েতপুর-আমতৈল সড়কের পাশে এ ঘটনা ঘটে।

গাংনী থানার ওসি জানান, হেমায়েতপুর গ্রাম থেকে আমতৈল-মানিকদিয়া গ্রামের যাওয়ার সড়কের পাশে আমান উল্লাহর কলা বাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে পুলিশের দু’টি টহল দল কলাবাগানটি চারদিক থেকে ঘেরার চেষ্টা করে।

তিনি বলেন, ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি থেমে গেলে অজ্ঞাত সন্দেহভাজন একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এমকে রেজা তাকে মৃত ঘোষণা করেন।

একে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি