ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন বছরকে বরণ করতে বরগুনায় ব্যাপক প্রস্তুতি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ১১ এপ্রিল ২০১৮ | আপডেট: ১২:৩৮, ১১ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

৩৭ বছরের ঐতিহ্য লালন করে এবারও বাংলা নতুন বছরকে বরণ করে নিতে বরগুনায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সরব হয়ে উঠেছে সাংস্কৃতিক সংগঠনগুলো, চলছে মহড়া। ৫দিন ব্যাপী মেলা উদযাপনে শিমুলতলায় চলছে মঞ্চ আর স্টল তৈরির কাজ। বর্ষবরণের সব অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করা কথা জানিয়েছে প্রশাসন।

বরগুনায় বর্ষবরণ উৎসব আর বৈশাখী মেলা উদযাপন শুরু হয়েছিল ১৯৮১ সালে।

এবারও সূর্যোদয়ের সাথে সাথে নানা আনুষ্ঠানিকতায় নতুন বছরকে বরণ করা হবে। প্রভাতী অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছেন সাংস্কৃতিক সংগঠনগুলোর সদস্যরা। গত কয়েকদিন ধরেই মহড়ায় ব্যস্ত তারা।

আয়োজনে থাকছে পাঁচ দিনের বৈশাখী মেলা। ঐতিহ্যবাহী শিমুলতলায় চলছে মঞ্চ ও স্টল তৈরির কাজ।

সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন।

সবার অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে সব অনুষ্ঠান ও সম্প্রীতির বৈশাখী মেলা, এ প্রত্যাশা বরগুনাবাসীর।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি