গ্যাস সংযোগ আসায় পোষাক শিল্পে এগিয়ে যাচ্ছে রাজশাহী (ভিডিও)
প্রকাশিত : ১১:০৪, ১১ এপ্রিল ২০১৮ | আপডেট: ১২:৩৫, ১১ এপ্রিল ২০১৮
গ্যাস না থাকায় এতদিন শিল্পায়নে পিছিয়ে ছিল রাজশাহী অঞ্চল। সেই কাঙ্খিত গ্যাস আসায় এখন পোষাক শিল্পে এগিয়ে যাচ্ছে রাজশাহী। এখানে গড়ে উঠেছে উত্তরাঞ্চলের প্রথম গার্মেন্ট কারখানা। এ কারখানার তৈরি হওয়া পোশাক রফতানি হচ্ছে দেশের বাইরে।
গ্যাস না থাকায় এতোদিন বিভাগীয় শহর রাজশাহীতে গড়ে ওঠেনি কোনো শিল্প-কারখানা। গ্যাস আসার পর ধীরে ধীরে রাজশাহীতে লাগছে শিল্পায়নের ছোঁয়া। গড়ে উঠছে পোশাক কারখানা। শিল্পায়নে আশার আলো দেখছেন উদ্যোক্তারা।
স্বপ্নে নয়, বাস্তবে রাজশাহীর বিসিক এলাকায় কারখানাটি এখন পুরোদমে উৎপাদনে। ইতোমধ্যে কর্মসংস্থান হয়েছে প্রায় ৪ হাজার শ্রমিকের। আগামী এক বছরে আরো ১০ হাজার মানুষের চাকরী হতে পারে।
এখানকার তৈরি পোশাক ইউরোপের বিভিন্ন দেশে রফতানি হওয়ায় খুশী শ্রমিকরা।
পরিবহন সুবিধা বাড়ানো গেলে এ অঞ্চলে আরো শিল্প-কারখানা গড়ে উঠবে আশা স্থানীয়দের।
আরও পড়ুন