ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে সন্তানকে পুড়িয়ে মারার অভিযোগ মায়ের বিরুদ্ধে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ১৩ এপ্রিল ২০১৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরকীয়ার জেরে সন্তানকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ ওঠেছে শেফালী নামের এক নারীর বিরুদ্ধে। নিহত সন্তানের নাম হৃদয় এবং আহত সন্তানের নাম শিহাব (৭)। অভিযুক্ত শেফালী বেগমকে (২৮) আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় ৩৫নং বাড়ৈপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে সৌদি প্রবাসী আনোয়ার হোসেনের বড় ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, অভিযুক্ত শেফালী বেগমকে আটক করা হয়েছে। শেফালী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার উদ্দেশ্যে সন্তানদের শরীরে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন।

ওসি জানান, প্রায় ১১ বছর আগে বাড়ৈপাড়ার বিল্লালের ছেলে প্রবাসী আনোয়ার হোসেনের সঙ্গে কেরানীগঞ্জের সুন্দর আলীর মেয়ে শেফালীর বিয়ে হয়। পরে তাদের দুই ছেলের জন্ম হয়। আনোয়ার বিদেশে থাকার সময় পার্শ্ববর্তী মোমেনের সঙ্গে পরকীয়া জড়িয়ে পড়েন শেফালী। এ নিয়ে আনোয়ার তিন মাস আগে শেফালীর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। কিন্তু শেফালী বিষয়টি না মেনে শ্বশুর বাড়িতেই থাকছিলেন।

ওসি আরও জানান, স্বামীর প্রতি প্রতিশোধ নিতে শুক্রবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় দুই সন্তান হৃদয় ও শিহাবকে কাঁথায় জড়িয়ে আগুন ধরিয়ে দেন শেফালী। আশপাশের লোকজন সন্তানদের আর্ত চিৎকারে বেড়িয়ে আসেন। কিন্তু হৃদয়ের পুরো শরীর দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় সে। আরেক সন্তান অগ্নিদগ্ধ শিহাবকে (৭) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে নেওয়া হয়। পরে মা শেফালীকে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা।

 

একে// এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি